নতুন কোনো কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষণা করেন।
জানা যায়, রবিবার সকালে জেলার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লক্ষ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে করোনা ভাইরাস মোকাবেলা, ডেঙ্গু মশা নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে বিশেষ বরাদ্দ ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। এসময় পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পৌরসভার সচিব মোঃ মোকলেছুর রহমান, প্রকৌশলী মামুন-অর রশিদ, কাউন্সিলর হানিফ খালাসী, শাজাহান মোল্লা, আক্তার হোসেন খান, মলি রায়, অহিদুজ্জামান শাকিল খান, আজিজুর রহমান, নওয়াব বেপারী, রাজা মোল্লা, ইবনে ওয়াহেদ বেলায়েত মোল্লা, আজিমননেছা, জাহানারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। বাজেটে রাজস্ব তহবিল আয় লক্ষমাত্রা ৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা ও রাজস্ব তহবিল ব্যয় ৫ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা, উন্নয়ন তহবিল আয় লক্ষমাত্রা ৫৬ কোটি ৬৪ লাখ টাকা ও উন্নয়ন তহবিল ব্যয় ৫৫ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট বাজেট ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা, এর মধ্যে মোট ব্যয় ৬১ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকা এবং ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল