করোনা উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নমুনা দিতে গিয়ে চান বড়– (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত চান বড়– শ্রীনগর উপজেলার যশুরগাও গ্রামে বসবাস করছিলেন। তার বাড়ি ফরিদগঞ্জ জেলার বোয়ালমারী থানার কুমড়াকান্দি গ্রামে।
রবিবার দুপুরের দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে গিয়ে আসে এবং সকাল সাড়ে ১১ টার দিকে নমুনা দেওয়ার আগেই মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নমুনা দেওয়ার জন্য আসেন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম।
বৃদ্ধার নাতি জামাই মো. জমসের জানান, সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিল করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য। এরপর নমুনা দেওয়ার আগেই মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন