পুলিশি বাধার মুখে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। ৫ দফা দাবি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অভিমুখে যাত্রা করতে না পেরে আঞ্জুমান স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
রবিবার ২৮ জুন বেলা ১২ টায় শহরের কালিবাড়ি মোড় থেকে সিভিল সার্জন অভিমুখে মিছিলটি শুরু হয়। পরে মোক্তারপাড়া পৌঁছতেই পুলিশ বাধা দিলে সিভিল সার্জন কার্যালয়ে যেতে পারেনি। পরবর্তীতে শহরের মোক্তারপাড়ায় আঞ্জুমান স্কুলের সামনে মিলিত হয়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে এ সকল দাবি তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি মিথুন শর্মা অভি, সম্পাদক পার্থ প্রতিম সরকার প্রমুখ। তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
দাবিগুলো হল, নেত্রকোনায় পিসিআর ল্যাব চালু করতে হবে, করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি এবং ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রদানের ব্যাবস্থা করতে হবে,
প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড বৃদ্ধি ও আইসিইউ শয্যা চালু করতে হবে, নেত্রকোনায় করোনা চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল চালু করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের সন্তান ও পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল