ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ আজ বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের আরাজি বারখাদিয়া গ্রাম হতে ৩৫০ গ্রাম গাঁজাসহ শিরিনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে। সে ওই গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের সাথে দোকানের একটি ট্রাংকের ভিতর থেকে গাজা উদ্ধার করে। অভিযানের বিষয়টি টের পেয়ে ফিরোজ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার