পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান। অন্যদিকে, আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সকালে তার স্বামী মোস্তাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।
পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এই বিষয় আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে আসামিদের আটক করতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ