কিশোরগঞ্জের ইটনা থেকে ২৩ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেটসহ একরাম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। একরাম ইটনা উপজেলার গজেরা গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লে. কমান্ডার বিএন এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌনে ১১টার দিকে ইটনার ছিলনী এলাকায় অভিযান চালিয়ে একরামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, একরাম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকারও করেছেন। পরে তাকে মামলা দিয়ে ইটনা থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ