কুমিল্লার লাকসাম পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের ১শ’ ৮৭ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১শ’ ৮৭ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৪৩১ টাকা, ব্যয় ধরা হয়েছে ১শ’ ৮৫ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৩১ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২২ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৪৩১ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৮৬ লাখ ২৮ হাজার ৪৩১ টাকা। সরকার ও বিভিন্ন উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১শ’ ৬৩ কোটি টাকা এবং ব্যয় ১শ’ ৬২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
পৌর মেয়র অধ্যাপক অধ্যাপক মো. আবুল খায়ের বলেন, বাজেটে রাস্তাঘাট নির্মাণ খাতে ৫০ কোটি, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজে ব্যবস্থার জন্য ১৭ কোটি, পৌর সুপার মার্কেট নির্মাণে ১৫ কোটি কোটি, বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পানির লাইন সম্প্রসারণের কাজ এবং আয়রন ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে ৮ কোটি, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে ১ কোটি ৭০ লাখ বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া লাকসামকে স্মার্ট সিটিতে রূপান্তরসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে বলে তিনি জানান। এবারের বাজেটে করের হার বৃদ্ধি না করে করের আওতা বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। বাজেট পর্যালোচনায় মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আহম্মেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন, প্যানেল মেয়র-১ মো. বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর ওমর আলী, আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, শাহজাহান মজুমদার, খলিলুর রহমান, মোহাম্মদ উল্যাহ, গোলাম কিবরিয়া সুমন, মহিলা কাউন্সিলর মোশফেকা আলম মিতা, নাছিমা সুলতানা ও সুমি আক্তার প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল