সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি দুইবারের সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রবিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার ধানমন্ডি কিডনি হাসপাতালে তিনি মারা যান।
শাহজাদপুরের দরগাহ গ্রামের বাসিন্দা মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের ছেলে কামরুদ্দিন এহিয়া খান মজলিস শুধু সংসদ সদস্যই ছিলেন না জীবিতকালীন মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি এস। তিনি শাহজাদপুরের উন্নয়নের রূপকার হিসেবে আখ্যায়িত হয়েছিলেন।
তার মৃত্যুতে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মো. ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিত শোক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন