গত কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরের সদরপুরে নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধির ফলে চরমানাইর, চর নাসিরপুর, ঢেউখালি ও দিয়ারা নারিকেল বাড়িয়াসহ ৪টি ইউনিয়নে ব্যাপক আকারে নদী ভাঙ্গন শুরু হয়েছে।
ভাঙ্গনের কারণে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। পদ্মা ও আড়িয়াল খাঁ নদী ভাঙ্গনে বিলিন হচ্ছে বসত বাড়ি, গাছপালা, ফসলি জমি আর সরকারি- বেসরকারি নানা স্থাপনা। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন গ্রাম। ছোট হয়ে আসছে ইউনিয়নের পরিধি। ভেঙ্গে পড়ছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙ্গনের আগ্রাসী রূপ দেখে আতংকিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষেরা।
অনেকেই ভাঙ্গনের হাত থেকে বাঁচতে বসত বাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই এখন বসবাস করছে খোলা আকাশের নিচে। ভাঙ্গনের কারনে নদীপাড়ের বেশির ভাগ মানুষই এখন আতংকে রয়েছে। গত কয়েক বছর ধরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। স্থানীয়দের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড অল্প কিছু কাজ করলেও তা বিফলে গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙ্গন শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে বালির বস্তা আর কিছু সিমেন্টের ব্লক ফেলা হয়। কিন্তু সেই বালির বস্তা আর ব্লকে কোন কাজই হয়না। অথচ এসব কাজ করে লাখ লাখ টাকা বিল তুলে নেওয়া হয়।
তাছাড়া শুষ্ক মৌসুমে কাজ না করে বর্ষা মৌসুমে কাজে হাত দেবার কারণে নদী ভাঙ্গনরোধে কোজ কাজই হয়না। এ বছর পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে নদী ভাঙ্গনরোধে কাজ শুরু হলেও কাজের মান নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সরকারের কঠোর নজরদারীর মাধ্যমে নদী ভাঙ্গনরোধে কাজ করা হয় তবেই ভাঙ্গনরোধ করা সম্ভব বলে মনে করেন নদীপাড়ের মানুষেরা।
ফরিদপুর পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ভাঙ্গনের হাত থেকে স্থানীয়দের রক্ষায় ২০১৮-১৯ অর্থ বছরে পদ্মা নদীতে সদরপুর উপজেলায় ২৯১ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ৫ দশমিক ৩৮ কিলোমিটার নদী তীর সংরক্ষণ ও ৬.৩ কিলোমিটার নদের ড্রেজিং কাজের অনুমোদন পায়।
তিনি বলেন, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড উক্ত প্রকল্পের তীর সংরক্ষণ ও ড্রেজিয়ের জন্য পদ্মায় ১২ এবং আড়িয়াল খাঁ নদে ১৭ গ্রুপকে কার্যাদেশ দেয়। ইতিমধ্যে কাজের ৭৫ শতাংশ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/আল আমীন