নাটোরে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার মৃত সোলেমান প্রামানিক এর ছেলে।
স্থানীয়রা জানান, লোকমান নারায়ণগঞ্জ চাকরি করতেন। অসুস্থ হওয়ার কারণে গতকাল রাতে লোকমান এবং তার ছেলে মামুন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তার জ্বর সর্দি এবং গলা ব্যথা ছিল।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভ্যানের উপরেই লোকমান মারা যান। লোকমান মারা যাওয়ার পর তার স্ত্রী এবং ছেলে বাসা থেকে পালিয়ে গিয়েছেন। বর্তমানে লোকমানের দুই মেয়ে সানজিদা ও নুরজাহান বাসায় আছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। সবকিছু পরীক্ষা করে তারপরে বাড়ি লকডাউনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন