গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশে থেকে ফাঁস লাগানো অবস্থায় অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি(৪৮)। তিনি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার সখিপুর গ্রামে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ইউনুস গত ৩ মার্চ দেশে ফিরে টঙ্গী খাঁ-পাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস শুরু করেন। এরই এক পর্যায়ে গত শুক্রবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। তিন দিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দেয়ালের সঙ্গে রডে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, তার স্বামী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আসল রহস্য বেরিয়ে আসবে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে বন্ধু ইসমাইলকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম