শরীয়তপুরের জাজিরায় নিজের ছেলেকে লুকিয়ে রেখে অপহরণের অভিযোগের পর ভিকটিমকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে নিজের ছেলেকে আত্মীয়ের বাসায় লুকিয়ে রেখে শিশুটির বাবা মুক্তার হোসেন অপহরণের নাটক সাজিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম আসরাফুজ্জামান।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গতকাল বিকেলে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে নাইমকে (৯) অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক ভাবে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশুটি উদ্ধারে মাঠে নামে।
ভোর রাতে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে আপহরণ নাটকের কথা স্বীকার করে শিশুটির বাবা মোক্তার হোসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন