কোভিড-১৯ নিয়ন্ত্রণে ময়মনসিংহের হালুয়াঘাটে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরুত্ব না মানায় ১৪ জনকে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার পৌর শহর ও ধারা বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী ও গণপরিবহন সমূহে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। এসময় সাধারণ মানুষকে আরও সচেতন করতে ৭০ জন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।
অভিযান পরিচালনাকালে হালুয়াঘাট থানার এসআই খালিদসহ একদল পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর