১৬ জুলাই, ২০২০ ১৫:০৪

মান্দায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪ স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নওগাঁ প্রতিনিধি :

মান্দায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪ স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নওগাঁর মান্দায় আত্রাই নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চার স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভাঙনকৃত এসব স্থান দিয়ে প্রবেশ করছে পানি।

বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত ঝুঁকিপূর্ণ এসব স্থান ভেঙে অন্তত: অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকার বানভাসি মানুষ আশ্রয় নিতে শুরু করেছে বিভিন্ন সড়ক ও উঁচু স্থানে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে খোলা হয়েছে দুটি আশ্রয় কেন্দ্র।


মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, বন্যা কবলিত এলাকায় ইতোমধ্যে দুটি আশ্রয় কেন্দ্র খোলাসহ বানভাসি মানুষের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে দুর্গত ৫শ' পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেয়া হবে। 

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি জানান, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীসহ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে মান্দার বন্যা পরিস্থিতির বিষয়ে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই দুর্গত মানুষদের সার্বিক সহায়তা প্রদান করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর