২৫ আগস্ট, ২০২০ ২০:০৭

রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি

প্রতীকী ছবি

ঢাকার ডেমরায় হাজী হোসেন প্লাজা মার্কেটে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করছেন দোকান মালিক। 

সোমবার রাতে ডেমরার নিউ কেয়া নামের একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনা পরিদর্শন করেন। 

জুয়েলার্স মালিক কমল পাল জানান, প্রতি দিনের ন্যায় সোমবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। মঙ্গলবার সকালে খবর পেয়ে এসে দেখেন দোকানের তালা ভাঙা ও সিন্ধুকে রাখা কোনো স্বর্ণালংকার নেই। 

তিনি আরও জানান, তার দোকানে নিজের ও বিভিন্ন ক্রেতাদের প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৩ লাখ টাকা ডাকাতি হয়েছে।  

মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতদের মার্কেট সম্পর্কে বেশ ধারণা রয়েছে। প্রথমে তারা মার্কেটের ও স্বর্ণের দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর করে ও মার্কেট অফিস থেকে ক্যামেরা মেশিন নিয়ে যায়। 

ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, এ ঘ্টনায় একজন নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে আরও দুজন পলাতক রয়েছেন। তাদের আটক করার চেষ্টা চলছে। এই ডাকাতির ঘটনায় ডেমরা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর