এশিয়া কাপ শেষে আজ থেকে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদার করার জন্য এই সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
বিডি প্রতিদিন/এমআই