বগুড়া র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা আদমদীঘি উপজেলা সদরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ বিসমিল্লাহ হোটেলের দুই কর্মচারীকে আটক করেছে। রবিবার বিকেলে র্যাব-১২ বগুড়ার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের দুই কর্মচারী রুহুল আমিন (২৪) ও রায়হান আলী (২৫) হোটেলে কাজ করার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা করে আসছিল। রবিবার বিকেলে ওই দুই হোটেল কর্মচারী হোটেলের পশ্চিম পার্শ্বে থেকে ১ কেজি গাঁজার একটি ব্যাগ বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে নওগাঁর রানীনগর থানার পারইল গ্রামের মিন্নির ছেলে হোটেল কর্মচারী রুহুল আমিন ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান আলীকে আটক করে।
বগুড়া র্যাব-১২ এর সিনিয়র এএসপি সজল কুমার সরকার দুই মাদককারবারীকে এক কেজি গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর