১৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৪

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে জাল টাকাসহ আটক ১

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে জাল টাকাসহ আটক ১

টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে তল্লাশিকালে জাল টাকার নোটসহ এক যুবককে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা। 

শুক্রবার রাতে টেকনাফের শামলাপুর সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের এপিবিএন চেকপোস্টে তল্লাশি করার সময় জাল টাকার নোটসহ তাকে আটক করা হয়।

আটক যুবক হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত মো. সালামের ছেলে মোঃ একরাম হোসেন(২২)।

শনিবার বিকালে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়েতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'টেকনাফ বাহারছড়া শামলাপুর  এপিবিএন চেকপোস্টে উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল পালের নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা যানবাহণ তল্লাশিকালে ওই যুবকের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেট হতে এক হাজার টাকা মূল্যমানের ৮টি জাল নোট উদ্ধার করেন। এসময় তাকে আটক করা হয়।'

তিনি আরো জানান, পরে জাল টাকার নোটসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর