২১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৭

নির্ধারিত তারিখে চাঁদপুর পৌর নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি

নির্ধারিত তারিখে চাঁদপুর পৌর নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

নির্ধারিত তারিখে চাঁদপুর পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল।

তিনি সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত সময়ের নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর নির্ধারিত তারিখে পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে।

সংবাদ সম্মেলনে চাঁদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিতাদেশ চেয়ে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে রিট করেন পৌর এলাকার দুই বাসিন্দা। রবিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে তা খারিজ করে দেন।

এদিকে রিট খারিজ হওয়ার পরপরই মো. আবুল খায়ের মিজি নামে এক ব্যক্তি ‘নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ও করোনা পরিস্থিতির’ কথা উল্লেখ করে নতুন করে নির্বাচন স্থগিতাদেশ চেয়ে আদালতে রিট আবেদন করেন।
আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর