বগুড়ার সোনাতলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক খাদ্য বান্ধব কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের এই চাল দেওয়া হবে।
১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
আরও উপস্থিত ছিলেন জেলার সোনাতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ আহমেদ।
উপজেলার ৭টি ইউনিয়নের ১৯টি পয়েন্টে সংশ্লিষ্ট ডিলারদের মাধ্যমে সুবিধাভোগীদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার এ কার্যক্রমের আওতায় চাল বিক্রি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই
নিজস্ব প্রতিবেদক, বগুড়া