নাটোরের লালপুরে পুকুরে ডুবে সামিউল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মহারাজপুর গ্রামের শিপন আলীর ছেলে।
শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে শিশু সামিউল মাছ ধরতে গিয়েছিল। একপর্যায়ে সামিউল পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মহারাজপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/এমআই