১ অক্টোবর, ২০২০ ১৮:৫৮

সখীপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের উদ্বোধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের উদ্বোধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এলজিইডির এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  উপজেলার রড়চওনা- মল্লিকবাড়ি সড়কে এ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান। এ সময় উপজেলার উপ সহকারী প্রকৌশলী মো. ফরিদ আহমেদ, কমিউনিটি অরগানাইজার সুরাইয়া মাসরুরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস উপলক্ষে শুরু হলো উপজেলার ৮টি ইউনিয়নে এলজিইডির সড়ক গুলোর রক্ষণাবেক্ষণের কাজ। সড়কের দুই পাশে আবর্জনা পরিস্কার করা, মাটি ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা করার কাজে ১০৯ জন দুস্থ মহিলা নিয়জিত আছে। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান বলেন, এ কারণে সড়কে বড় ধরনের কোন গর্ত সৃষ্টি হবে না বরং সড়ক আরো টিকসই ও মজবুত হবে। শ্রমিক শেফালী আক্তার বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কাজের সময় সীমা। এতে আমাদের পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে এবং আমরাও কাজ করে খুব আনন্দিত। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর