নোয়াখালীতে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা বাঁধনের পক্ষ থেকে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় সোসিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়াকার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
অনুষ্ঠানে বাঁধনের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন লিটন, ব্র্যাকের জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালসহ জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন নারীর হাতে সেলাই মেশিন ও একজনকে একটি গরু তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিডি প্রতিদিন/এমআই