কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুই জনের মধ্যে মোঃ ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের ১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
মো. ইউনুস প্রকাশ লালু শহরের নতুন বাহারছড়া ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে। এই খবর নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর। তবে এখনো খোঁজ মেলেনি মোঃ বেলালের (২২)।
ফায়ার সার্ভিস কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুপুরে একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি আরেক জনের। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        