ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় বিধবা ভাতার কার্ড করে দেওয়ার লোভ দিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু আদালতে ওই নারীর পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ নারী ও শিশু জেলা জজ আদালতের বিচারক মামলাটি স্থানীয় থানার ওসিকে নথিভুক্ত করে আসামিকে গ্রেফতারের নির্দেশনা প্রদান করেছেন।
পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান মুঠোফোনে জানান, মামলা হয়েছে শুনেছি। পুলিশ তদন্ত করবে। আইনি প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হলে শাস্তি হবে, আইনের বাইরে কিছু বলার সুযোগ নেই। আর মামলার আসামি ইউপি সদস্য রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, পূজামণ্ডপ পরিদর্শনে বাইরে আছি। মামলার নথি আমরা এখনও পায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর