২৫ অক্টোবর, ২০২০ ১৬:৫১

পরিবেশ রক্ষার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

পরিবেশ রক্ষার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুরের বীরগঞ্জের কাচা-পাকা সড়ক ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ঝাড়বাড়ি পরিবেশ উন্নয়ন পরিষদসহ এলাকাবাসী।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার শতগ্রাম ইউপির ঝাড়বাড়ি শান্তির মোড়ে পরিবেশ রক্ষা ও বালুবোঝাই ভারী ট্রাক চলাচল বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

জান যায়, দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ি শান্তির মোড় থেকে বটতলা হয়ে আত্রাই নদী পর্যন্ত গ্রামের ছোট রাস্তায় বালুবোঝাই ৬ চাকা ও ১০ চাকার ট্রাক চলাচলের কারণে পাকা-কাচা সড়ক প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবসময় এলাকা ধুলায় আচ্ছন্ন থাকছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝাড়বাড়ি পরিবেশ উন্নয়ন পরিষদের আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন, ঝাড়বাড়ি-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় সংবাদিক মো. তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।

ঝাড়বাড়ি পরিবেশ উন্নয়ন পরিষদের আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন বলেন, ঝাড়বাড়ি শান্তির মোড় থেকে বটতলা হয়ে আত্রাই নদী পর্যন্ত গ্রামের ছোট রাস্তায় বালু বোঝাই ৬ চাকা ও ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারণে পাকা-কাচা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে রাস্তাসহ পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এসব বন্ধ করার দাবি ও পরিবেশ রক্ষার্থে এই মানববন্ধন পালন করা হয়।

এলাকাবাসী রাস্তা রক্ষার জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর