২৫ অক্টোবর, ২০২০ ১৭:৩২

আওয়ামী লীগ নেতার বাড়িতে নির্যাতিত হয়ে গৃহকর্মীর মৃত্যু, ফুঁসে উঠছে শ্রীবর্দীর মানুষ

শেরপুর প্রতিনিধি

আওয়ামী লীগ নেতার বাড়িতে নির্যাতিত হয়ে গৃহকর্মীর মৃত্যু, ফুঁসে উঠছে শ্রীবর্দীর মানুষ

ঝুমুর-শাকিল দম্পতি

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় বর্বরোচিত নির্যাতনের শিকার সেই শিশু গৃহকর্মী সাদিয়া আক্তার ফেলি অবেশেষে মারা গেছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা যায় ফেলি। 

গৃহকর্মী শিশু সাদিয়া শ্রীরদী পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার দরিদ্র ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে। নির্মম নির্যাতনের শিকার এই ফেলির মৃত্যু নিয়ে ফুঁসে উঠছে শ্রীবর্দীর মানুষ। সামজিক যোগাযোগ মাধ্যমে মানুষের ঘৃণার শেষ নেই। ২/১ দিনের মধ্যেই সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করবে বলে জানা গেছে।  

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি এখন হত্যাকাণ্ড। কি কারণে ওই শিশুটির উপর এমন পৈশাচিকতা করা হলো পুলিশ তার উত্তর খুঁজছে। আরও কেউ জড়িত আছে কিনা গুরুত্বের সাথে দেখা হবে। জেল খানায় ঝুমুর অসুস্থ তাই তাকে রিমান্ডে আনা যায়নি। দ্রুত ঝুমুরকে রিমান্ডে আনা হবে। ফেলির বাবা শুধুমাত্র ঝুমুরকে অভিযুক্ত করে মামলা দিয়েছে। তদন্তে পাওয়া গেলে শাকিলকে ছাড় দেওয়া হবে না। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর