২৬ অক্টোবর, ২০২০ ১৭:৩৩

দিনাজপুরে লরি উল্টে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে লরি উল্টে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ

দিনাজপুর-ঠাকুরগাও আঞ্চলিক মহাসড়কের বোচাগঞ্জে জ্বালানি বহনকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। প্রায় ৫ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার ভোর ৫টার দিকে ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার একটি ফিলিং স্টেশনের জ্বালানি বহনকারী লরিটি বাঘাবাড়ী হতে জ্বালানি সংগ্রহ করে ফেরার পথে দিনাজপুরের বোচাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। 

অপরদিকে, সোমবার সকাল ১১টার দিকে বিরলে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এবং অটোবাইকের ২ যাত্রীসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর