২৮ অক্টোবর, ২০২০ ১৭:২৩

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে নিহতদের শান্তি কামনায় প্রার্থনা

অনলাইন ডেস্ক

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে নিহতদের শান্তি কামনায় প্রার্থনা

পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়। সকালে ধর্মীয় গ্রন্থ কোরআন শিক্ষার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের সবার বয়স ২০-৪০ বছরের মধ্যে। আহতদের বেশিরভাগই শিশু। ক্লাস চলাকালে মূল প্রার্থনাকক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পরই ঘটনাস্থল পরিষ্কার করা হয়। এর কয়েক ঘণ্টা পর সেখানে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া করা হয় হতাহতদের জন্য। সেখানকার মুয়াজ্জিন জানান, আমরা হামলাকারীদের এ বার্তা দিতে চেয়েছি যে, আমরা পরাজিত হইনি। আমরা সাহস হারাইনি।

পাকিস্তানের পেশোয়ারের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। পেশোয়ারে দীর্ঘদিন ধরে চরমপন্থীরা সহিংসতা চালিয়ে আসছে। গতকালের হামলায় কেউ দায় স্বীকার করেনি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর