২৯ অক্টোবর, ২০২০ ১৭:৩০

কুড়িগ্রামে সড়ক ও ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সড়ক ও ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভৈষেরকুটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ পুনর্নির্মাণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসীর।

আজ বৃহস্পতিবার দুপুরে ঘোগাদহ বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভৈষেরকুটি যুব উন্নয়ন সমিতি, সামাজিক সংগঠন ছায়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোগাদহ ইউনিয়ন শাখাসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, গ্রামবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, ভৈষেরকুটি যুব উন্নয়ন সমিতির সভাপতি গোলেনুর বেগম, সামাজিক সংগঠন ছায়ার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোগাদহ শাখার সহ-সভাপতি ডা. পরেশ চন্দ্র সরকার প্রমুখ।

চলতি বছরের দীর্ঘ বন্যায় ওই গ্রামের সাথে শহরের যোগাযোগকারী একমাত্র দেড় কিলোমিটার একটি সড়ক ও একটি ব্রিজ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ফলে এই সড়কটি দিয়ে চলাচলে কয়েক ইউনিয়নের মানুষ চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর