২৯ অক্টোবর, ২০২০ ১৯:৫১

মাদক রাখার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধিঃ

মাদক রাখার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ীর চাটখিল সড়কে অবৈধভাবে বিক্রয়ের জন্য মাদক রাখার অভিযোগে আবুল বাসার বাবুল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালত এর বিচারক সফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। 

জানা যায়, সোনাইমুড়ী চাটখিল সড়কে বড় মসজিদের দক্ষিণ পূর্ব পাশের রাস্তায় ২০০৯ সালের ২৭ অক্টোবর আসামি আবুল বাসার বাবুলের থেকে প্লাস্টিকের ব্যাগে কামিজ মোড়ানো অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে সোনাইমুড়ী পুলিশ। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অবৈধ মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের জন্য হেফাজতে রাখার দায়ে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতে এ রায় দেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর