নোয়াখালী জেলার চাটখিল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার দাবিতে চাটখিল উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চাটখিল উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সুষমা শারমিন আলপনার সভাপতিত্বে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. সেকেন্দার, সাংগঠনিক সম্পাদক মেহেরুন নাহার ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শায়লা পারভিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার