বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নামের ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে সিআইডি, দুর্নীতি দমন কমশিন (দুদক) এবং জাতীয় পরিচয় পত্রের জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর বুজরুক নূরপুর গ্রামের আব্দুর রউফ ওরফে আব্দুস সাত্তারের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল রাজ্জাক জানান, আতিকুর চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এক নারীকে মুখে মাস্ক নেই বলে হুমকি-ধামকি দিচ্ছিল। বিষয়টি দেখে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট বলে জানান। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে সিআইডির নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনারের দুটি ভুয়া আইডি কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের একটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা