বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং উলানিয়া ইউনিয়ন ও চাঁনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির কার্যক্রম বাতিল করা হয়েছে।
একই সাথে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভাপতি নুরুল ইসনলাম চৌধুরী মিঠু, সাধারণ সম্পাদক ইয়াছিন রাজু, সহ-সভাপতি আব্দুল মতিন ও হাবিবুর রহমান লিটন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃখংলা ভঙ্গ এবং অ-সাংগঠনিকভাবে দল পরিচালনা করায় সোমবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার থেকে এই দলীয় সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন