‘সখীপুরে প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ পরিবার’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই প্রতিবেশীর বাঁশের বেড়া খুলে দিয়েছে সখীপুর থানার পুলিশ।
মঙ্গলবার বিকেলে পুলিশের হস্তক্ষেপে বাঁশের বেড়া খুলে দিয়ে ওই অবরুদ্ধ পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু ও ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বাংলাদেশ প্রতিদিনের সংবাদ দেখে প্রতিবেশীর সেই বাঁশের বেড়া খুলে দেওয়ার ব্যবস্থা করেছি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু বলেন, জমি নিয়ে ঝামেলা থাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে বাঁশের বেড়া খুলে দিয়ে আসছি। আশাবাদী দুই পক্ষের জমির ঝামেলা মিট হয়ে যাবে।
উল্লেখ্য, প্রতিবেশীর বাঁশের বেড়ায় দীর্ঘ তিন মাস স্বাভাবিক চলাচল করতে পারছিল না এক প্রবাসীর পরিবার। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটেছিল।
বিডি প্রতিদিন/এমআই