নাটোর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল ফকির একই এলাকার মৃত মাসুম ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আলাল ফকির বাড়ির পাশে হয়বতপুর বাসস্ট্যান্ড মসজিদে নামাজ শেষে চা খাওয়ার জন্য হাইওয়ে অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী ট্রাকের চাকার নিচে তার দু’টি পা পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পরেই ট্রাকচালক ট্রাক চালিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন