কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর অবমাননায় মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকতে পারে না। সে জন্যই আমরা রাস্তায় নেমেছি। তারা ভাস্কর্য ভাঙার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) অধ্যাপক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিম প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল