বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল চালকের। তার নাম মো. ইয়াকুব আলী (৩০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের সদর হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা-রানীরহাট আঞ্চলিক সড়কের বগুড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, নিহত ইয়াকুব আলী মোটরসাইকেল যোগে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। আর মালবাহী ওই ট্রাকটিও একইদিকে যাচ্ছিল। ট্রাকটির চালক নিহতের সম্পর্কে চাচা হওয়ার সুবাদে তারা গল্প করছিলেন আর ট্রাক ও মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে উক্ত স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চালক ইয়াকুব আলী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বলে জানান এই স্টেশন কর্মকর্তা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন