বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাদেশ যুব মৈত্রী নাটোর জেলা শাখার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সকলে মিলে প্রতিহত করতে হবে।
মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ দাস বিশু।
বিডি প্রতিদিন/এমআই