দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধের সরকারের সিদ্ধান্ত ও শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। বক্তারা মিলের শ্রমিক কর্মচারীদের স্বার্থে অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৬টি চিনিকলে আখ মাড়াইয়ের জোর দাবি জানান।
বৃহস্পতিবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটকের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক নেতা মাহাবুব রাব্বানী, তোফাজ্জাল হোসেন তোফা, বজলুর রশীদ বুজু, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন