মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার আয়োজনে র্যালি, মাস্ক বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সংস্থার কার্যালয় মৌলভীবাজার সড়কের হোটেল বিরতীর সামনে থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পরে আসক ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আসক সহায়তা কেন্দ্রের উপদেষ্টা শাহিন আহমেদ ও মাওলানা রহিম নোমানী।
উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ফয়ছল আহমদ, সহসভাপতি গোলাম রহমান মামুন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, সাংবাদিক তোফায়েল পাপ্পু, রুমন আহমদ, সহসাধারণ সম্পাদক লুৎফুল হক লোকমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন