রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মেডিকেল মোড় বাসস্ট্যান্ডের সামনে থেকে দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আরপিএমপির (ডিবি এন্ড মিডিয়া ) অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ জানায়, রংপুর নগরীর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৎগুলোতে প্রত্যহ যে সকল অসুস্থ রোগী আসে তাদের নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে। দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গ্রেফতারকৃতরা হলো নগরীর উত্তম হাজীরহাট বারোঘরিয়ার মোঃ হোসেনের পুত্র মোঃ হেলাল মিয়া (৪৫), নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম এলঅকার মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ রেজাউল ইসলাম (৪০), সিও বাজার উত্তম চওরা পাড়া হাজীরহাট এলাকার মোঃ মনতাজ আলীর পুত্র মোঃ মশিউর রহমান (৩৮) ও তারাগঞ্জের ইকরচালী দোহাজারী বারইপাড়ার কান্দুরা বর্মণের পুত্র মিলন রায় (২৮)।
আরপিএমপির (ডিবি এন্ড মিডিয়া ) অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল