বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। কারণ দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। বরং বাস্তবতা হচ্ছে, সত্য কথা বললে ও প্রতিবাদ জানালে জেলে যেতে হচ্ছে নতুবা গুম হতে হচ্ছে।
শুক্রবার সকালে শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, রুহুল আমিন তালুকদার টগর, বাবুল চৌধুরী। সভায় নাটোর জেলার ৭ টি উপজেলা ও সবকটি পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল