মাদারীপুর জেলার ডাসার থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন হয়। এ মানববন্ধনের আয়োজন করে ডাসার উপজেলা বাস্তবায়ন ঐক্য পরিষদ।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, ‘ডাসার থানার ৫টি ইউনিয়নের সম্বন্বয়ে ‘ডাসার ’ উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।’
তিনি বলেন, ‘২০১৩ সালে ডাসার থানা গঠন করা হয়। উপজেলা গঠনের লক্ষ্যে জনমত যাচাই করে স্বপক্ষে প্রতিবেদনও দাখিল করা হয়েছে।
২০১৭ সালে উপজেলা ঘোষণা করা হবে বলেও পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল।’ তিনি উপজেলা গঠনের জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মালেক শরীফ, শরীফ জাহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া, সৈয়দ শহীদুল ইসলাম, সিরাজ মাস্টার, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান, টুটুল শেখ, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার তুহিন, মাস্টার বেল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর, বশার কাজী, সৈয়দ রাশেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ