গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের সামনে রবিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর কর্তৃক ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রমের সূচনা হয়েছে।
সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালনা হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহাম্মদ খান।
এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী,সাভার রিজিয়নের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ইউ সি বি ব্যাংকের রিজিওনাল ম্যানাজার সাইদুজ্জামান,বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, গাজীপুর সড়ক পরিবহন ও শ্রমিক কল্যাণের সভাপতি সুলতান সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম