বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদ ও সাম্প্রদায়কিতার বিরুদ্ধে পঞ্চগড়ে সঙ্গীতায়োজন ও আলোচনা সভা আয়োজন করেছে জেলা উদিচী শিল্পী গোষ্ঠী। মঙ্গলবার দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই আয়োজন করে।
জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহসাধারই সম্পাদক নূর নবী জিন্নাহ, দেবীগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি হাসান, নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার প্রমুখ। পরে জেলা উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন