মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমামসহ দরিদ্র ৫ শতাধিক পরিবার পেল সৌদি বাদশাহর পক্ষ থেকে খাদ্য সহায়তা। সৌদি বাদশা সালমান মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় রোহিঙ্গাসহ দেশব্যাপী ৩০ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেনের উদ্যোগে ও সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহায়তায় মুন্সীগঞ্জের মিরকাদিমে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকার অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন এর বাড়িতে এই খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।
সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের ব্যবস্থাপক ডা. তৌহা বিন ওমার আল খতিব উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করেন। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার পাঠাগাড়ের ব্যবস্থাপনা পরিচাল মোঃ সাইফুল ইসলাম
বিডি প্রতিদিন/হিমেল