নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক হাশেমের ৭৪তম জন্মজয়ন্তী উপলক্ষে তার জীবনী নিয়ে আলোচনা সভা, তথ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে চলে এই অনুষ্ঠান। এর আগে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আল-হেলাল মো. মোশারফ হোসেন।
আরও বক্তব্য রাখেন সাবেক জিপি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সদস্য সচিব মুস্তফা মনওয়ার সুজন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ ও সাজ্জাদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই