বিভিন্ন পরিচয়ে প্রতারণা করার সময় জনতা চার জনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
আটকরা হলেন, নরসিংদীর বেলাবো উপজেলার কাজীপুর গ্রামের ইউসুফ ভুঁইয়া, ভেলানগরের রাজু মিয়া, নরসিংদী সদরের তালাত মাহমুদ ও কিশোরগঞ্জের ভৈরবের অনুফা পোষণ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকসাযোগে চার প্রতারক কুলিয়ারচরের চক বজারে যায়। তাদের বহনকারী অটোরিকসায় প্রেসের স্টিকার লাগানো ছিল। বাজারে গিয়ে তারা ড্রাগ সুপার পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে। বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে তারা অনিয়মের অভিযোগে জরিমানা আদায় করেন। এদের চালচলনে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।
কুলিয়ারচর থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ জানান, তারা কখনো সাংবাদিক ও কখনো ড্রাগ সুপার পরিচয়ে প্রতারণা করছিল। ভুক্তভোগীরা অভিযোগ দিলে নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার