নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে রবিবার বিকেলে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচরের সাংসদ একরামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম. খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মোমিন বিএইচসি, মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান সহ অন্যান্য নের্তৃবৃন্দ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল